মানুষ মাটি খায় সভ্য সমাজে এটি খুবই অজানা কথা । তবে মানুষ সত্যি মাটি খায় এবং তা বাজারে পাওয়া যায়। এর নাম চেরা মাটি। বৃহত্তর ময়মনসিংহের মানুষের মাঝে বিশেষ এক ধরনের মাটি খাওয়ার একটা প্রচলন ছিলো বহু কাল আগে থেকেই এখনো তা কিছু কিছু অঞ্চলে প্রায়ই লক্ষ্য করা যায়, তবে এই প্রবনতা বেশী লক্ষ্য করা যায় প্রত্যন্ত গ্রাম গুলোতে মহিলাদের মাঝে। সাধারনত মাটির চুলার পোড়া মাটিই কিছু কিছু মানুষ খুবই সাচ্ছন্দ্যে খেয়ে থাকেন। এই প্রচলন গর্ববতী মহিলাদের মাঝে বেশী লক্ষ্য করা যায়। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে কোন কোন এলাকার দরিদ্র মানুষের মধ্যে এ চেরা মাটি খাওয়া প্রচলন এখনও লক্ষ্য করা যায়।
বাজার থেকে প্রয়োজনীয় মাছ তরকারির পাশাপাশি ২/৪ টাকার চেরা মাটিও কিনে তারা। একজন মাটি খেকো মহিলার কাছে প্রশ্ন করে জানা যায়, তাদের মা, দাদী এমনকি নানা-নানীও মাটি খেতেন। এটি একটি সখের খাবার । পেট ভরার চাইতে এর মজা খুব। একজন মাটি বিক্রেতা জানান , বৃহত্তর ময়মনসিংহে এ মাটি খাওয়ার প্রচলন খুবই পুরনো। কুম্ভকার সম্প্রদায়ের একজন মাটি তৈরীর কারিগরের সাথে আলাপ করে জানা যায়, বিশেষ এক ধরনের মাটি যাতে বালু নেই নাম তার চেরা মাটি।হালকা আগুনে পুড়িয়ে এটি প্রস্তুত করা হয়। তারা গ্রামে গঞ্জে-গঞ্জে এটি ফেরি করেও বিক্রি করে থাকে। একজন চিকিৎসক জানান, এটি মানুষের প্রচলিত একটি বদভ্যাস যা খুবই আদিম।
সুত্রঃ bdnews24.com
You must log in to post a comment.