শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মি. এডওয়ার্ড ডিমক । যিনি কিশোরগঞ্জ জেলার প্রাচীন নিকলী থানার  ধারীশ্বর নামক গ্রামের মধ্যযুগীয় কবি গঙ্গা নারায়নের ঐতিহাসিক কাব্যগ্রন্থ ‘মহারাষ্ট্র পুরান’ এর অনুবাদ করে বাংলা ভাষা ও বাঙ্গালীর মধ্যযুগীয় কবি গঙ্গা নারায়নকে তিনি বিশ্বের বিভিন্ন ভাষার কবি সাহিত্যিক তথা পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ।

তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহাসিক কাব্যের ওপর বিশেষ করে কবি গঙ্গা নারায়নের বর্গির হামলা বা হাঙ্গামার ওপর তার যে সে সময় কালের বাস্তব অভিজ্ঞতা অর্জন ছিল, সে বিষয় নিয়ে পরবর্তী কালে গবেষক ও অধ্যাপক মি.এডওয়ার্ড ডিমক এর আলোচনা একদিকে পান্ডিত্তের পরিচায়ক, অন্যদিকে বাংলা ভাষা ও তার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার প্রমানবহ ।

কবি গঙ্গা নারায়নের সঙ্গে বিশ্ব পাঠকের বাংলা ভাষা ও সাহিত্যের এই যে পরিচয়, এ ভিনদেশী অধ্যাপক ও গবেষক মি. এডওয়ার্ড ডিমকের মাধ্যমেই তা সম্ভব ও সফল হয়েছে।