ময়মনসিংহকে বিভাগ ঘোষণাসহ অন্যান্য দাবিতে সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন।
বিভাগ ঘোষণা ছাড়াও অন্য উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের কাজ দ্রুত শুরু করা, ময়মনসিংহ স্টেডিয়ামকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা, আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কাজ দ্রুত সমাপ্ত করা ইত্যাদি। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আব্দুর রব, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিবি্বর আহম্মেদ লিটন, অধ্যাপক মফিজুর নূর খোকা, অধ্যাপক আসিফ মিনহাজ সেতু, আব্দুর রব মোশাররফ প্রমুখ।