বিশ্বকাপের খেলা চলার সময় কারখানাগুলোকে বিদ্যুৎ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

ফুটবল অনুরাগীরা যাতে নির্বিঘে� বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্বকাপ শুরু হওয়ার পর খেলার সময় বিদ্যুৎ না থাকায় দেশের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ ও বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম ফরিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বকাপের খেলা চলার সময় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য কারখানা মালিকদের আমরা চিঠি দিয়েছে। পিক আওয়ারে খেলার সময় পড়ায় এছাড়া আমাদের আর কিছু করার নেই।”

এ ব্যাপারে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে বলে জানান ডিপিডিসি কর্মকর্তা ফরিদুল।