আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং বাংলা বিভাগের অধ্যক্ষ। তিনি নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের বিশেষভাবে পরিচিত। তাঁর রচনায স্বদেশ ভাবনা ও রাজনৈতিক চিন্তায় ঋদ্ধ। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দ থেকে লোকায়ত নামীয় সাময়িকপত্র প্রকাশনা করে চলেছেন। তিনি একুশটিরও গ্রন্থের প্রণেতা। তিনি নজরুল রচনাবলীর সম্পাদনা পরিষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পত্র-পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখে থাকেন।

জন্ম ও শিক্ষা
জন্মস্থান ও জন্মতারিখ : পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ৩১শে জুলাই ১৯৪৪। পিতা : মুহাম্মদ আবদুল হাকিম; মাতা : মোসাম্মাৎ জাহানারা খাতুন; স্ত্রী : ফরিদা প্রধান। ১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি আনন্দ মোহন কলেজ থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক পাস করেন। স্নাতক সম্মান (বাংলা) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৬)। তাঁর পেশা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্মরত।

প্রকাশিত গ্রন্থাবলী

মুক্তিসংগ্রাম (১৯৭২);
কালের যাত্রার ধ্বনি (১৯৭৩);
একুশে ফেব্রআরি আন্দোলন (১৯৭৬);
ঊনিশশতকের মধ্যশ্রেণি ও বাঙলা সাহিত্য (১৯৭৯);
নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি (১৯৮১) ;
যুগসংক্রান্তি ও নীতিজিজ্ঞাসা (১৯৮৪);
মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব (১৯৮৭);
মানুষ ও তার পরিবেশ (১৯৮৮);
রাজনীতি ও দর্শন (১৯৮৯);
বাঙলাদেশের প্রবন্ধ সাহিত্য (১৯৮৯);
আশা-আকাক্সক্ষার সমর্থনে (১৯৯৩);
সাহিত্যচিন্তা (১৯৯৫);
বাঙলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা (১৯৯৭);
অবক্ষয় ও উত্তরণ (১৯৯৮);
রাজনীতি ও সংস্কৃতি : সম্ভাবনার নবদিগন্ত (২০০২);
সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে (২০০২);
সংস্কৃতির সহক কথা (২০০২);
আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা (২০০৪);
মানুষের স্বরূপ (২০০৭);
রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ (২০০৮)।

অনুবাদ গ্রন্থ
বার্ন্ট্রান্ড রাসেল প্রণীত : রাজনৈতিক আদর্শ (১৯৭২);
বার্ন্ট্রান্ড রাসেল প্রণীত : নবযুগের প্রত্যাশায় (১৯৮৯)।

সম্পাদিত গ্রন্থ
ইতিহাসের আলোকে বাঙলাদেশের সংস্কৃতি (১৯৭৮);
স্বদেশচিন্তা (১৯৮৫);
বঙ্কিমচন্দ্র : সার্ধশত জন্মবর্শে (১৯৮৯);
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত : সাম্য (২০০০);
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী : মানবমুকুট (২০০০);
এস ওয়াজেদ আলি প্রণীত : ভবিষ্যতের বাঙালি (২০০০);
আকবরের রাষ্ট্রসাধনা (২০০২)।

সম্পাদিত সাময়িকপত্র
সুন্দরম (১৯৬২-৬৩);
লোকায়ত (১৯৮২ থেকে চলছে)।

পুরস্কার
বাঙলাদেশ লেখক শিবির পুরস্কার (১৯৭৪);
বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১);
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৭);
অলক্ত সাহিত্য পুরস্কার (২০০৬)।

তথ্যসূত্র
বাঙলা একাডেমী লেখক অভিধান, ২০০৭, ঢাকা