খ্রিস্টধর্ম মতে, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ ক্রিসমাস ডে। সেই দিনটি উদ্যাপনের জন্য নানা আয়োজনের পাশাপাশি থাকে ক্রিসমাস ট্রি অর্থাৎ অলংকারাদিতে সাজানো-গোছানো ছোট চিরসবুজ গাছ। এবার আরব আমিরাতের আবুধাবির অভিজাত হোটেল আমিরাত প্যালেসে এক কোটি ১০ লাখ ডলারেরও বেশি অর্থ ব্যয়ে একটি ক্রিসমাস ট্রি বানিয়ে চমক সৃষ্টি করেছে হোটেল কর্তৃপক্ষ। গত বুধবার হোটেলের লবিতে সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।সোনালি আলোকচ্ছটার পরিপূর্ণ হোটেল লবিতে স্থাপিত সেই চিরসবুজ ক্রিসমাস ট্রির
উচ্চতা ৪০ ফুট। এর গায়ে ঝোলানো রয়েছে বল আকৃতির বহু মূল্যবান রত্ন এবং ছোট আকৃতির সাদা রঙের অসংখ্য বাতি। রত্ন ও বাতি ঝোলাতে ব্যবহার করা হয়েছে সোনা-রুপার সরু রশি। গাছটি নিচের দিক থেকে ক্রমাগত সরু হয়ে ওপরের দিকে উঠে গেছে। সেখানে সব মিলিয়ে ব্যবহার করা হয়েছে ১৮১টি রত্ন।
আমিরাত প্যালেস হোটেলের ম্যানেজার হান্স অলবার্ত বলেন, ‘এটি খুব মূল্যবান একটি ক্রিসমাস ট্রি। এতে ব্যবহৃত অলংকারাদি কিনতে খরচ পড়েছে প্রায় এক কোটি ১০ লাখ ডলার। আশা করি, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটি স্থান পাবে।’ আরব আমিরাতে ক্রিসমাস ট্রি স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘এ দেশ উদার নীতিকে সমর্থন করে বলেই তা সম্ভব হয়েছে। এর আগেও এ হোটেলে ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছিল। কিন্তু অন্য বছরের তুলনায় এবারের গাছটি ভিন্ন উপাদানে তৈরি করা হয়েছে।’
আবাসিক এ হোটেলটি সাত তারা বলে দাবি করে কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে ঘোষিত নতুন প্যাকেজে কেউ একজন এ হোটেলে সাত দিনের জন্য থাকতে চাইলে তাকে খরচ করতে হবে ১০ লাখ ডলার। এ প্যাকেজে যিনি হোটেলে থাকতে যাবেন, তাঁর সেবায় নিয়োজিত থাকবে একজন ব্যক্তিগত খানসামা, দামি গাড়ি ও এর চালক, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিশেষ বিমানের ব্যবস্থাও।
-Kaler kontho