এই ফুল সাধারন বর্ষায় ফুটে, দেখতে গোলাপী রংয়ের এর নাম রেইন লিলি! তবে অনেকে এই ফুলকে পিংক রেইন লিলিও বলে থাকে আবার আমাদের দেশে রসূন ফুল নামে ও পরিচিত কেননা এই ফুলের গোড়ায় অনেকটা রসূনাকৃতির কান্ড হয়ে থাকে – যা সম্ভাব্য বিষাক্ত টক্সিন বহন করে! ক্যারিবীয় ও ক্রান্তীয় অঞ্চলে বিশ্বজুড়ে এর দেখা মিলে। বিশেষ করে ভারী বৃষ্টির পর একে সজীব ও প্রফুল্ল দেখায়!
বৈজ্ঞানিক নাম “Zephyranthes rosea” হচ্ছে Hippeastreae এর subtribe Zephyranthinea ও Zephyranthes অন্তর্গত এটা রজনীগন্ধা জাতীয় ফুলের গাছ পরিবার (Amaryllidaceae) এর বংশের শাখা Amaryllidoideae অধীন শ্রেণীবদ্ধ করা হয়। বৃহত্তর শ্রেণীবিভাগের সাথেও সামঞ্জস্য করা হয়, তাদেরকে মাঝে মাঝে পদ্মফুল পরিবার (Liliaceae) মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
তারা অপেক্ষাকৃত কম রক্ষণাবেক্ষণ ও খরার বর্ধিত সময়সীমার সময় তারা সুপ্ত। তারা Zephyranthes অন্যান্য প্রজাতির তুলনায় শীতল তাপমাত্রা ও কম সহনশীল তবে তার বিষাক্ততা হাঁস মুরগী সহ গৃহপালিত পশুর পীড়ার কারন হতে পারে মানুষের বমি এমন কি মৃত্যুর কারন হতে পারে এর টক্সিন সমৃদ্ধ রসূন !