জন্ম সরারচর ইউনিয়নের পাথারিয়াকান্দি গ্রামে ।পিতা মরহুম হাজী আঃ সাওার।মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে শহীদ সিদ্দিক বাজিতপুর কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন।ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।৬৯ খ্রিস্টাব্দের বাজিতপুর কলেজ ছাত্র সংসদের নির্বাচনে তিনি ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন।তিনি ভারতের দেরাদুন জেলার তান্ডুয়া সামরিক একাডেমি থেকে বিএলএফ (মুজিববাহিনী) এর সদস্য হিশেবে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন।
গ্রুপ কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় আরো বেশ কিছু মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের দলটি বাহ্মণবাড়িয়া অঞ্চলে পাকহানাদার বাহিনীর এ্যামবুশে পড়ে যায় ।উভয় পক্ষে গুলি বিনিময় হয় বেশ কিছুক্ষণ।অত্যাধুনিক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত পাকবাহিনীর সদস্য সংখ্যাও ছিল অধিক।যুদ্ধের এক পর্যায়ে আরো কয়েকজন মুক্তিযোদ্ধাদের সঙ্গে সিদ্দিকুর রহমানও পাকবাহিনীর হাতে ধরা পড়েন। তাকে কবে কোথায় কিভাবে হত্যা করা হয়েছে অদ্যাবধি সঠিক তথ্য পাওয়া যায়নি।