শিতাক্ষী বাবুনাই, বাবুনি, চশমা পাখি নামেও পরিচিত। এরা আকারে প্রায় ৯ থেকে ১০ সে.মি লম্বা, হলদে জলপাই গায়ের রং আর বুক পেট ধূসর বর্ণের,পাখার পালক আর লেজের পালক কিছুটা মেটে রংয়ের,কালচে সরু দু’খানা পা। চোখের চার পাশে সাদা বৃত্ত আছে।মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
সারা পৃথিবীময় বিভিন্ন প্রজাতির বাবুনাই কম বেশি বাস করে তবে মরু অঞ্চলে এদের দেখা যায় না। বন-জঙ্গল,ছোট ঝোপ-ঝাড়ে তিড়িং বিড়িং করে নেচে নেচে দিন কাটায় আর বুনো ফল, ছোট কীট-পতঙ্গ খেয়ে বেচে থাকে। বুনো ঘাস আর লতা-পাতা দিয়ে পেয়ালার মতো বাসা বানায়। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর এদের প্রজনন সময়। ২-৩ টি নীলাভ বর্ণের ডিম পাড়ে। ডিম ফুটে ছানা বেরোতে ১০ দিন সময় লাগে। এদের ইংরেজিতে বলে White-eye আর বৈজ্ঞানিক নাম – Zosterops palpebrosa
You must log in to post a comment.