সেকান্দর নগর মসজিদ (তাড়াইল) Posted by নিয়াজ আহমেদ হাসিব | Jul 13, 2010 | পর্যটন | 0 তাড়াইল থানার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে একটি প্রাচীন মসজিদ আছে ।যা সেকান্দর নগর মসজিদ নামে সুপরিচিত ।কোনো শিলালিপি নেই,তবে অষ্টাদশ শতাব্দির শেষদিকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে স্হানীয় লোকজনের কাছ থেকে জানা যায় ।