সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ মাত্রই ২৭ বছর বয়সী বিলিওনেয়ার। তিনি সবচেয়ে বাজে স্টাইলের পোশাক পরেন বলেই অ্যাখ্যা পেয়েছিলেন। তিনি নাকি কখনও স্যুট-টাই পরেন না! তবে, সম্প্রতি তার ট্রেডমার্ক পোশাক হুডি ধূসর টি শার্ট  আর জিন্স তাকে ছাড়তেই হলো। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে  এবারের ই-জি৮ সামিটে তাকে স্যুট-টাই পরা ‘ভদ্রলোক’ হিসেবেই দেখা গেছে। খবর হাফিংটন পোস্ট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্ক জুকারবার্গকে স্যুট-টাই পরতে দেখা একটি দুর্লভ ঘটনাই বটে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিছুদিন আগেই ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বারাক ওবামার সঙ্গে কথা বলার সময়ও ভদ্রস্থ পোশাকই পরেছিলেন জুকারবার্গ। এসময় তার পরনে ছিলো ব্লেজার এবং জিন্সের সঙ্গে টাই।

জুকারবার্গের পোশাক দেখে ওবামা কৌতুক করে বলেছিলেন,‘আমিই সে ব্যক্তি যে মার্ক-কে জ্যাকেট এবং টাই পরে থাকতে দেখতে পেয়েছি।’

উল্লেখ্য, সম্প্রতি জুকারবার্গ জানিয়েছেন, টাই পরার বিষয়টিকে তিনি ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ’ হিসেবেই নিয়েছেন।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম