কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক পাখা আছে ১৭টি। এর মধ্যে পুরুষ ওয়ার্ডে একটি এবং মহিলা ওয়ার্ডে একটি ছাড়া বাকি সব কটি পাখা নষ্ট। মাথার ওপর পাখা, অথচ ঘুরছে না। ফলে তীব্র গরমে কষ্ট পাচ্ছে রোগীরা। সেখানে চিকিৎসাধীন এক রোগী গতকাল বুধবার ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘অসুখ অইয়া হাসপাতালে আইছি, হগ্গল পাংখাই নষ্ট। মনে অইতাছে, হাসপাতাল না য্যান দোজকের মইদ্যে আইটক্যা আছি।’ কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেছেন, তিনি এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।

– প্রথম আলো