ব্রিটেনে কয়েকশ ভুয়া বিয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন রেভ অ্যালেক্স ব্রাউন (৬১) নামের এক যাজক।অবৈধ অভিবাসীরা যাতে ব্রিটেনে বসবাসের বৈধতা পান সেজন্য আফ্রিকার অধিবাসী এবং পূর্ব ইউরোপের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিনি চার বছরে ৩৬০ টি ভুয়া বিয়ে দিয়েছেন।
এসব বিয়ের ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে বিবাহিত একজন ব্যক্তি এক বা দুই মাস পর অপর একজনকে বিয়ে করতে আগের বিয়ে বাতিল করেছে এবং অনেকে আবার একইদিনে দুইজনকে বিয়ে করেছে।প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্রাউনের পরিচালিত কয়েকশ’ বিয়ের মধ্যে ৯০ টি দম্পতি একই সড়কে এবং কিছু কিছু ক্ষেত্রে বর-বধূ একই বাড়িতে থাকত।
ব্রাউনের সহযোগী ভ্লাদিমির বুচাকও (৩৩) দোষী সাব্যস্ত হয়েছেন।ব্রিটেনে বসবাস ও কাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পেতে আফ্রিকান বিশেষত নাইজেরীয়দের বিয়ে করার জন্য পূর্ব ইউরোপীয়দের ৩ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করে অভিবাসন আইন ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।ওদিকে, যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি এবং পুলিশি তদন্তের জেরে গত বছর ৩০ জুন গ্রেফতার হন যাজক রেভ অ্যালেক্স ব্রাউন। আদালতে ব্রাউনের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ডে তার চার্চে মোট ৩৮৩ টি ভুয়া বিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।
বিডিনিউজ ২৪
You must log in to post a comment.