জিওনা চানা । ভারতের মিজোরামের বাকতওয়াং গ্রামে তার বাস । তার বাড়িটি বেশ আলিসান । ১০০ কক্ষ বিশিষ্ট চার তলা ভবন । পুরো বাড়িটি তার নিজের প্রয়োজনেই ব্যবহার করেন । জিওনা চানার পরিবারে প্রায় পৌনে ২০০ সদস্য । জিওনা চানার ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান, ৩৩ জন নাতি নাতনি । একই পরিবারে এত গুলো সদস্য নিয়েও চানা নিজেকে খুব সুখী মনে করেন । মনে করেন তিনি ঈশ্বরের পুত্র । পরিবারটি এত বড় হলেও চলে বেশ সুশৃংখল ভাবে । জিওনা চানার প্রথম স্ত্রী জাথিয়াংগীর নিদের্শ মতোই চলে পরিবারটি । যার যার উপর অর্পিত দায়িত্ব ভাগ করে দেন । সবাই তা পালন করে যথারীতি ।
৩৯ জন স্ত্রীর সাথে জিওনা চানাঃ
রান্নার আয়োজনে ব্যাস্ত ৫ স্ত্রীঃ
এই পরিবারে খাবার দাবারের আয়োজনও চলে পুরো দস্তর বিয়ে বাড়ির মতোই । রাতে খাবার বসলে মুরগী লাগে ৩০ টি, শাক সবজ্বিও লাগে সেই অনুপাতে । জিওনা চানার এত গুলো স্ত্রী থাকলেও একই সময়ে একাধিক স্ত্রীর সংগে সময় কাটান না । তিনি পর্যায়ক্রমে সব স্ত্রীর সংগেই সময় কাটান । স্ত্রীরাও তার প্রতি সন্তোষ্ট । তার স্ত্রীরা মনে করেন গ্রামের মধ্যে তাদের স্বামিই সবচেয়ে সুদর্শন পুরুষ । ১ বছরে ১০টি বিয়ে করার রেকর্ডও গড়েছেন জিওনা চানা । চানা এখনও বিয়ে করতে প্রস্তত ।
ছেলে মেয়েদের থাকার ঘরঃ
জিওনা চানার ১০০ কক্ষ বিশিষ্ট চার তলা ভবনঃ
সুত্রঃ ইন্টারনেট
Bedai ekhta!!!!
!shara bishshaay shay ekai record dharee….