বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উদ্ভিদের অত্যন্ত প্রাসঙ্গিক ও বহুমাত্রিক ব্যবহার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ক্ষেত্রে তাঁর অবদান একজন উদ্ভিদবিজ্ঞানীর সমতুল্য। বিভিন্ন সময়ে তিনি যে শুধু দেশীয় গাছপালা নিয়ে কথা বলেছেন তা নয়, বিদেশি অনেক গাছকেও নাম দিয়ে আপন করে নিয়েছেন। এ তালিকায় আমাদের অঞ্চলের কিছু গাছ স্থান পেয়েছে। গ্লোরিওসা সুপার্বার নাম দিয়েছেন অগ্নিশিখা, যা আমাদের দেশে উলটচণ্ডাল নামে পরিচিত।

বৈজ্ঞানিক নামঃ Gloriosa superba
সমনামঃ Clinostylis speciosa Hochst. Gloriosa abyssinica A. Rich. Gloriosa homblei De Wild. Gloriosa hybr. Gloriosa rothschildiana O’Brien. Gloriosa simplex auct. Gloriosa speciosa (Hochst.) Engl. Gloriosa virescens Lindl.
বাংলা নামঃ উলটচণ্ডাল, অগ্নিশিখা, লাঙ্গলী, গুরটচণ্ডাল।
ইংরেজি নামঃ Malabar Glory Lily, Superb Lily.
আদিবাসি নামঃ বিশলানগুলা (চাকমা), Kase-ei-king (Khumi)

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যঃ Plantae – Plants
উপরাজ্যঃ Tracheobionta – Vascular plants
অধিবিভাগঃ Spermatophyta – Seed plants
বিভাগঃ Magnoliophyta – Flowering plants
শ্রেণীঃ Liliopsida – Monocotyledons
উপশ্রেণিঃ Liliidae
বর্গঃ Liliales
পরিবারঃ Liliaceae – Lily family
গণঃ Gloriosa L. – flame lily
প্রজাতিঃ Gloriosa superba L. – flame lily.

পরিচিতিঃ লতানো উদ্ভিদ। পাতা সরল, সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত। ফুল একক। পাপড়ি ছয়টি। গর্ভকেশর তিনটি। পাপড়ি প্রথমে হালকা সবুজ। পরে পীত ও রক্তবর্ণ। ফুটন্ত ফুলের পাপড়ি ঊর্ধ্বমুখি। ফলে অনেক বীজ। জুলাই আগস্ট মাসে ফুল ফোটে। ১-৩টি লম্বা আকারের বীজ থাকে। নভেম্বর মাসে ফুল ও মার্চ মাসে ফল হয়।

ব্যবহারঃ কন্দ ও পাতাঔষধি গুণসম্পন্ন। কটু, তিক্ত, উষ্ণবীর্য, কফ-বাত, কৃমি, শোথ ও ব্রণনাশক, বিরেচক, বমনকারক ও বলকারক।
রাসায়নিক উপাদানঃ কন্দ, ফুল ও বীজে কলচিসিন ও গ্লোরিওসিন অ্যালকালয়েড, ফিনোলিক, লুটিওলিন ও বিটা সাইটোস্টেলল রয়েছে।
বিস্তৃতিঃ চট্টগ্রামের জঙ্গলে বেশি দেখা যায়।