অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ ভবনে গত সোমবারের বিস্ফোরণের বস্তুটি বোমা না পটকা তা এখনো বের করতে পারেনি পুলিশ।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান জানান, সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজনকে নিয়ে তিনি তাঁর কক্ষে ঢোকেন। সঙ্গে সঙ্গে টেবিলের নিচে থাকা একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।

বিস্ফোরণের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেভাস্টিম রেমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কাচের টুকরা, বৈদ্যুতিক তার, লোহার টুকরা, স্কচটেপ ইত্যাদি আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, বিস্ফোরকটি বোমা না পটকা জাতীয় বস্তু তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউএনও সেভাস্টিম রেমা বলেন, এটি স্থানীয়ভাবে হাতে তৈরি বোমা হতে পারে। বোমাটি শক্তিশালী নয়, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, প্রাথমিক তদন্তে এটি একটি শক্তিশালী পটকা বলেই মনে হয়। তবে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রথম আলো -২১-০৭-২০১০