সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আইনের বাধ্যবাধকতার জন্যই আমাদেরকে সংবিধান সংশোধন করতে হবে। তবে সেটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।’
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক যৌথসভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ঢাকা মহানগর কমিটির শীর্ষ পর্যায়ের নেতা, প্রতিটি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ সভায় অংশ নেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচির সমন্বয় করার জন্য এই সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৫ আগস্ট সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন করা হবে। একই সঙ্গে দলীয়ভাবেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সৈয়দ আশরাফ বলেন, সংবিধান সংশোধনে সংসদের চলতি অধিবেশনেই সর্বদলীয় কমিটি গঠন করা হবে। দিনক্ষণ না বললেও তিনি জানান, অধিবেশনের শেষ দিন অথবা তার আগের দিনও হতে পারে। তিনি বলেন, পঞ্চম সংশোধনী এরই মধ্যেই আদালত বাতিল ঘোষণা করেছেন। আইনের বাধ্যবাধকতার জন্যই সরকার সংবিধান সংশোধন করতে যাচ্ছে। আর সংবিধান সংশোধনের একমাত্র মাধ্যমই হলো জাতীয় সংসদ।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও রায় যত দিন এদেশে কার্যকর না হবে, তত দিন আমাদের সবাইকে মাঠে থাকতে হবে।’ এ বিচারের পক্ষে জনমত গঠন করার কাজে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ।
প্রথম আলো-২০-০৭-২০১০