বাংলাদেশের প্রথম কুমিরের খামার ময়মনসিংহের ভালুকায়।রেপটাইলস ফার্ম লিঃ।এটি ২০০৪ সালে তাদের যাত্রা শুরু করে।তখন তারা বিদেশ থেকে ৭০ টির মতো কুমির আনে যাদের বয়স ছিল দুই থেকে তিন বছর।শুরুতে তারা নানাবিধ সমস্যার মুখমুখি হয়েছিল।কিন্তু এ বছর তারা তাদের প্রথম চলান বিদেশে রপ্তানি করে যার মূল্য আনুমানিক ছয় লক্ষ ডলারের সমান।এতে ৬৪ টি নানা আকারের কুমির এবং কুমিরের চামড়া ছিলো।

কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যে তারা মুলত অপ্রক্রিয়াজাত চামড়া বিদেশে রপ্তানি করে।তারা আর জানান যে, অর্থের অভাবের জন্য তারা তাদের এই খামারের প্রসার দ্রত করতে পারছেন না।
বর্তমানে তাদের খামারটি পনের একর জায়গার উপর প্রতিষ্ঠিত।তাদের এই সাফল্য দেখে আর অনেক নতুন নতুন বিনিয়োগকারি এই খাতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।বর্তমানে নতুন দুটি প্রতিষ্ঠান সরকার থেকে নিবন্ধন পেয়েছে।
কুমির দের বছর বয়স থেকে ডিম দেয়।বর্তমানে তাদের কাছে পাঁচশতাধিক কুমিরের বাচ্চা আছে।এবং তারা গত মাসে আর দশ্তি নতুন কুমির আমদানি করে।
তাই তাদের লক্ষ্য হলো ২০১৫ সাল নাগাদ তারা বিদেশে পাঁচ মিলিয়ন ডলারের কুমিরজাত পণ্য রপ্তানি করবে।
তারা যদি এই ব্যবসায়ে লাভবান হন তাহলে বাংলাদেশের জন্য নতুন আরেক ক্ষেত্র উন্মচিত হবে।যখন তৈরি পোশাক খাতে সৃষ্টি হয়ছে মন্দা।