নাশকতার আশঙ্কায় কমলাপুর স্টেশনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা ও নজরদারি অব্যাহত রয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের দল কমলাপুর স্টেশনে বিশেষ নজরদারি রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
সোমবার সন্ধ্যা থেকে তল্লাশি চালিয়ে কোন কিছু উদ্ধার করা যায়নি বা সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি বলে জানান জিআরপি থানার ওসি আলী হোসেন খান।
স্টেশনের ভেতরে ও বাইরে নিরাপত্তামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম, রেলের বগি ও সন্দেহজনক লোকজনকে তল্লাশি করা হচ্ছে।
আগত যাত্রী ও তাদের ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
কমলাপুর স্টেশন ছাড়াও ঢাকার বনানী, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে কড়া নজরদারি ও তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান আলী হোসেন খান।
আলী হোসেন খান আরো জানান, প্রায় ১৮ ঘন্টা ধরে পুরো স্টেশনে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। এতে কোন কিছু পাওয়া যায়নি। তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে।
সোমবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি একাধিক পুলিশ কর্মকর্তাকে টেলিফোনে হুমিক দেয়, বোমা মেরে কমলাপুর স্টেশন উড়িয়ে দেয়া হবে। এরপর থেকেই স্টেশন এলাকায় অতিরিক্ত নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়।

বিডিনিউজ