করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন মানিক মিয়া (৩০) নামে এক ব্যক্তি। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন: বাবুল মিয়া (২৫), আবুল হাশেম (৩৫), কামনা খাতুন (৩২), কামাল মিয়া (২৬), মামুন মিয়া (১৭), রহমত আলী (৫০), রইছ উদ্দিন (৪৫)। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পালইকান্দা গ্রামের আবদুল হেকিম ওরফে বাগু মালের সঙ্গে একই এলাকার আবদুস শহীদের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধ মীমাংসা করতে সকালে এলাকায় সালিস বসে। সালিস চলাকালে বাগু মালের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। এতে ২৫ ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবদুস শহীদের ছেলে মানিক মিয়াকে করিমগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ হাসপাতালে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হামিদ জানিয়েছেন, নিহতের শরীরে বল্লমসহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ আলী জানান, ঘটনার পর পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিক ও আবদুল আওয়াল নামে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত এজাহার পাওয়া গেছে।