গত বুধবার রাতে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. সোলায়মানের নেতৃত্বে ডিবির একটি দল পুরান ঢাকার ঋষিকেশ দাস রোড থেকে আনোয়ার চৌধুরীকে গ্রেপ্তার করে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায়। এই ব্যক্তি নিজেকে অরন্য আনোয়ার পরিচয় দিয়ে কিশোরগঞ্জের নিকলীর এক যুবকের কাছ থেকে ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মোবারক হোসেন নামে প্রতারিত ওই যুবক প্রথম আলোকে বলেন, এক বন্ধুর মাধ্যমে অরন্য আনোয়ার পরিচয়ধারী আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে প্রথম কথা হয় তাঁর। নাট্যকার হওয়ার স্বপ্নের কথা বললে, আনোয়ার তাঁকে শিল্পকলা একাডেমীতে নাটক নির্মাণের বিষয়ে পড়াশোনার পরামর্শ দেন। এরপর ভর্তি ফি বাবদ ৪৪ হাজার ৮০০ টাকা নেন।

কিছুদিন পর মোবারক শিল্পকলায় ভর্তির জন্য চাপ দিতে শুরু করলে আনোয়ার তাঁকে আমেরিকা গিয়ে এ বিষয়ে পড়াশোনার কথা বলেন। আমেরিকা পাঠানোর ব্যবস্থা করার নামে মোবারকের কাছ থেকে দুই দফায় ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজখবর নিতে গিয়ে মোবারক একদিন উত্তরায় আসল অরন্য আনোয়ারের সঙ্গে পরিচিত হন। পরিচয় ফাঁস হওয়ায় আনোয়ার চৌধুরী মোবারক ও তাঁর পরিবারকে হুমকি দিতে থাকে। এরপর তিনি বংশাল থানায় মামলা করেন। ডিবি কর্মকর্তারা জানান, আনোয়ার আরও কয়েকজনের সঙ্গে এ রকম প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেও কিছু ঘটনা স্বীকার করেছেন।