বিজ্ঞানসম্মত নাম – Motacilla alba , পরিচিতি – শীতকালেই বেশী দেখা যায়। পুরো বাংলাদেশেই প্রায় দেখা যায়। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের দেখতে হয়। মুখের কিছু অংশ ও বুকের দিকের রঙ সাদা হয়। মাথার উপরের দিক কালো রঙের ও লেজের পেছন দিক কালো রঙের হয়। ডানার রঙ ছাই রঙ্গা হয়। লেজ নাচিয়ে নাচিয়ে ঘুরে বেড়ায় ও পোকামাকড় ধরে খায়। মে থেকে জুলাই এর মধ্যে বাসা বানায় ও ৪ থেকে ৬ টা ডিম দেয়।