৬০% লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। এছাড়া গত বছরের জন্য ৬০ ভাগ লভ্যাংশ ঘোষণার প্রস্তাবও অনুমোদন করা হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটাই ছিল গ্রামীণফোনের প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডাররা অংশ নেন।

এ সময় কোম্পানির ওপর আস্থা রাখায় শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান কোম্পানির চেয়ারম্যান সিগভে ব্রেক্কে। সভায় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল এক বছরে গ্রামীণফোনের সাফল্যগুলো তুলে ধরেন।

এছাড়া সভায় পরিচালনা পরিষদের প্রতিবেদন, আর্থিক নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ করে পরিচালক নির্বাচন ও অডিটর নিয়োগ করা হয়।