পৃথিবীর ২০টি প্রধান প্রধান দেশের নেতারা কানাডার টোরোন্টো শহরে সাক্ষাতে সঙ্কটের পরে বিশ্ব অর্থনীতির পরবর্তী পুনর্স্থাপনে মিলিত প্রচেষ্টা চালানো সম্পর্কে সমঝোতায় এসেছেন. শীর্ষ সম্মেলনের ফলাফল সংক্রান্ত বিবৃতিতে তাঁরা বাধ্যবাধকতা গ্রহণ করেছেন আগামী তিন বছরের মধ্যে নিজেদের দেশগুলির বাজেটের ঘাটতি অর্ধেক কমানোর, যাতে তা অর্থনীতির বৃদ্ধিতে বিলম্ব না ঘটায়. জি-২০ দেশগুলির নেতারা বিশ্বব্যাপী কর্তব্য স্থাপন করেছেন- সারা পৃথিবীতে ৯ কোটি মানুষকে দৈন্যাবস্থা থেকে বার করে আনা. এ জন্য বিশ্ব উত্পাদনের পরিমাণ ৪ লক্ষ কোটি ডলার বাড়ানোর এবং পাঁচ কোটিরও বেশি কর্মস্থল সৃষ্টির পরিকল্পনা আছে. একই সঙ্গে সামাজিক রক্ষা ব্যবস্থা মজবুত করা এবং আর্থিক বাজার বিকাশ করার পরিকল্পনা আছে. তাছাড়া, আগামী কয়েক বছরে বিনিয়োগের পথে বাধা সৃষ্টি না করার এবং রপ্তানিতে অতিরিক্ত সীমিতকরণ প্রবর্তন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে. জি-২০ দেশগুলির পরবর্তী শীর্ষ সম্মেলন হবে নভেম্বরে সেওলে.