কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। ভৈরব রেলওয়ে পুলিশ আজ শনিবার সকালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি। ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরণে ছিল চেক লুঙ্গি ও সাদা শার্ট। পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে নামতে কিংবা উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

অপর দুর্ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির (৪০) মৃত্যু হয়। এদিকে, বেলা ১১টার দিকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিহত ব্যক্তিরা ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।