সংস্কৃতি হল প্রগতি ও পূর্ণতা লাভের একটি চলমান সচেতন কর্মপ্রয়াস। কোন জাতির সংস্কৃতি অকস্মাৎ গড়ে উঠে না। আবার একেক জাতির সংস্কৃতিও একেক রকম হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি দেশে কি শুধুমাত্র একটি জাতি-গোষ্ঠির মানুষই থাকে? যদি অনেকগুলো জাতি-গোষ্ঠির মানুষের সমন্বয়ে একটি দেশ গড়ে উঠে তাহলে সে দেশের জনগণের জাতীয় জাতিসত্ত্বা কিভাবে নিরুপণ করা হবে? এই প্রামাণ্য চিত্রে আমরা মূলত দেখার চেষ্টা করেছি কিভাবে এবং কেন স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা আমাদের জাতীয় জাতিগত পরিচয় নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারিনি এবং এখনো অন্বেষন করি ‘আমি কে? তুমি কে?’ প্রকৃতপক্ষে সকল ধর্ম, বর্ণ, শ্রেনীর উর্ধ্বে উঠে একটি জাতি রাষ্ট্র গঠনের মূল সমস্যা আসলে কোথায়? বা আদৌ তার প্রয়োজন রয়েছে কিনা!