উরুগুয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়ায় খুশি জার্মানির কোচ এবং খেলোয়াড়রা।

ম্যাচ পরবর্র্তী সংবাদ সম্মেলনে জোয়াকিম লো বলেন,“আমি দলের পারফরমেন্সে খুশি। একটি দল হিসেবে আমাদের যা অজর্ন গত আট থেকে নয় মাস আগেও তা আশা করেনি।”

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে ৩-২ গোলে হারানোর পেছনে ৮২ মিনিটে সামি খেদিরার জয়সূচক গোলটির কথা বিশেষভাবে উল্লেখ করেন কোচ।

চোট পাওয়ায় বিশ্বকাপে আসেননি মাইকেল বালাক। তাই একটি তরুণ দল নিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করে তিনবারের চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে এবং নকআউটে ইংল্যান্ডকে ৪-১ এ হারিযে সেমিফাইনালে আসে। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে যাওয়া হয়নি দুর্বার জার্মানির।

তাই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের অর্জনে খুশি মিডফিল্ডার বাস্তিয়ান শোয়ানস্টাইগার। বলেন,“এই দলে খেলতে পেরে আমি অত্যন্ত খুশি। আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। কারণ এখনো অনেক কিছু অর্জন করতে পারবো।”

খেলা পরবর্তী এক সংবাদ সম্মেলনে উরুগুয়ে কোচ অস্কার তাবারেসও তাঁর তৃপ্তির ঢেকুর তুলেছেন। হেরেও খুশি তিনি,“আমাদের কিছু ভুল ক্রটি ছিলো। তবে দলের খেলোয়াড়রা নিজেদের উজার করে দিয়েছেন। এতে স্পষ্ট আমরা বিশ্বের যেকোন দলের সঙ্গে প্রতিদ্বন্দীতা করতে সমান পারদর্শী।”

তিনি বলেন,“বিশ্বকাপে ফরলানরা নিজেকে চিনিয়েছে নতুন করে।”