পাকুন্দিয়া উপজেলা থেকে শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার সাটিয়াদী গ্রামের নির্জন স্থানে শিবিরের ১৫-২০ জন নেতা-কর্মী গোপনে বৈঠক করছিলেন। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কিশোরগঞ্জ জেলা শিবিরের সাহিত্য সম্পাদক ওমর ফরুক (২৫) ও পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (২৩)। তাঁদের কাছ থেকে শিবিরের চাঁদা আদায়ের রসিদ, পুলেরঘাট আঞ্চলিক শাখার একটি নিবন্ধন বই, শিবির প্রতিবেদন বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তবে অন্যরা পালিয়ে যান। এদিকে গতকাল রোববার সকালে পাকুন্দিয়া থানার মোড় থেকে পাকুন্দিয়া (দক্ষিণ) শিবিরের সভাপতি এরশাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।