সম্প্রতি হাবল টেলিস্কোপ একটি মহাজাগতিক ঘটনার ছবি পাঠিয়েছে জৌর্তিবিজ্ঞানীদের কাছে। জৌর্তিবিজ্ঞানীরা সে ছবির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ছবির একটি প্রতিলিপি তৈরী করেছেন। ছবিতে দেখা যাচ্ছে আমাদের পৃথিবীর মত একটি গ্রহকে সূর্যের মত একটি নক্ষত্র গ্রাস করছে। জৌর্তিবিজ্ঞানীরা এই প্রথম পরিস্কার ভাবে দেখেন নক্ষত্রটির কক্ষপথ গ্রহটিকে গিলে ফেলছে। এধরনের গ্রহ গ্রাস করা ক্ষমতা রাখে কোন নক্ষত্র তা আগে কখনও দেখা যায়নি।

কয়েকদিন আগে ঘটনাটি এস্ট্রোফিজিকাল জার্নালে ছাপানো হয়েছিল। গবেষণাকারী বিজ্ঞানীগণ বলছেন যে গ্রহটিকে ওই নক্ষত্র গিলে খাচ্ছে তার নাম ওয়াস্প-১২ বি। গ্রহটি আরও ১০ মিলিয়ন বছর বাঁচতে পারত কিন্তু তার আগেই তার জীবন গ্রাস করে ফেলল ওই বিচিত্র ক্ষমতাধর নক্ষত্র। ওয়াস্প গ্রহটি ওই নক্ষত্রটির খুব কাছাকাছি এসে গিয়েছিল । ওই সময় এর অভ্যন্তরে ১ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গ্রহটির বায়ুমণ্ডল বেলুনের মত উড়ে গিয়ে নক্ষত্রের কক্ষপথের সাথে মিশে যাচ্ছে। ক্যারল হাসওয়েলের নেতৃত্বে গঠিত ইউকে ওপেন ইউনিভার্সিটির একটি দল বিষয়টি নিয়ে গবেষণা করে এসব তথ্য গনমাধ্যমকে দিচ্ছেন। ডক্টর হাসওয়েল বলেন আমরা এমন কিছু রাসায়নিক উপাদানের সন্ধান পেয়েছি যা আমাদের সৌর মণ্ডলের বাহিরে আগে কখনও দেখা যায়নি। পৃথিবীর সৌর মণ্ডল হতে ৬০০ আলোকবর্ষ দূরে ঘটছে এই মহাজাগতিক ঘটনাটি। ২০০৮ সালে ইউকে এর ওয়াইড এরিয়া সার্চ ফর প্লানেটের নাম অনুসারে এর নাম রাখা হয় ওয়াস্প- ১২।