তদানীন্তন কিশোরগঞ্জ মহকুমার নারী সমাজের উচ্চ শিক্ষা লাভের কোন সুযোগ না থাকায় স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ১৯৬৯ খ্রীঃ কিশোরগঞ্জ মহিলা কলেজ নামে এ শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। জন্মলগ্নে ও পরবর্তীতে স্থানীয় প্রসাশকের সক্রিয় সহযোগীতা বিশেষ ভাবে উল্লেখের দাবী রাখে।এর প্রথম সভাপতি ছিলেন জনাব রাফিউল করিম, মহকুমা প্রশাসক, কিশোরগঞ্জ, এবং সম্পাদক ছিলেন জনাব আইয়ুব আলী, ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট। প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব মুহম্মদ ওয়াসীমুদ্দীন। প্রাথমিক পর্যায়ে গুরুদয়াল কলেজের অধিকাংশ শিক্ষক খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন।

এছাড়া কলেজটির জন্মলগ্নে যাদের অবদান চিরস্মরনীয় হয়ে আছে, তাঁরা হলেন- আজীমুদ্দিন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মতিউর রহমান, প্রাক্তন এম, এন, এ মরহুম আব্দুল আলী মেনুমিয়া, এডঃ আঃ ছাত্তার, মরহুম এডঃ আঃ কুদ্দুস, জনাব মোস্তাফিজুর রহমান চুন্নু মিয়া, মরহুম আঃ আজিজ খান এডঃ আরো অনেকে।

বর্তমান আদর্শ শিশু বিদ্যালয়ে কলেজের প্রথম ক্লাস শুরু হয়। পূর্ণকালীন শিক্ষক ছিলেন একমাত্র মিসেস সালেহা খান পাঠান (বাংলা)। গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিয়াউদ্দীন আহম্মদ এর প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়তা করেন।১৯৭২ খ্রীঃ সরকারী খাস ৫ একর ভূমি কলেজ কর্তৃক ৯৯ বছরের জন্য লিজ নিয়ে বর্তমান স্থানে কলেজটিকে স্থানান্তরিত করা হয়। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব শহীদউদ্দীন আহমেদের প্রচেষ্টায় ছাত্রীনিবাসের নির্মান কাজ শুরু হয় ১৯৭৫-এ।

সুত্রঃ http://www.kishoreganjgovtmohilacollege.com/