নার্গিস একটি ফুলের নাম।অনেকে নার্গিস ফুলের নামে  সাধারণত মেয়েদের নাম  রেখে থাকে।কিন্তু অনেকেই জানেনা নার্গিস একটি ফুলের নাম ।কবি নজরুলের “বুলবুলি নিরব নার্গিসও বনে” গানটি সবাই কমবেশি শুনেছি।হিন্দী ও উর্দুতে এই ফুলটিকে বলে নার্গিস। এর অন্যান্য স্থানীয় নামঃ Daffodil, Narcissus, Jonquil, Lent lily.এর বৈজ্ঞানিক নাম Narcissus-spp. এরা Amaryllidaceae পরিবারের অন্তর্ভূক্ত। নার্গিস ফুলের গাছ দেখতে অনেকটা লিলি ফুলের গাছের মত।

সাদা এবং হলুদ বর্ণ মিশানো ফুলটি দেখতে বেশ সুন্দর হয়।এরা খুব তাড়াতাড়ী বংশ বিস্তার করে।কবি নজরুল এই নাম ব্যবহারের পর বাংলাতেও এখন এই ফুলকে  নার্গিস বলেই  ডাকে।

 

-লিখেছেনঃ রাজমশাই