অপরাজিতা (বৈজ্ঞানিক নাম: Clitoria ternatea) প্রজাতির একটি ফুল। গাঢ় নীল রঙের ফুল, কিন্তু নিচের দিকটা (এবং ভেতরটা) সাদা- কখনো বা একটু হলদে আভাস দেখা যায়।

পরিচিতিঃ সাদা, নীল এবং কখনো কখনো বেগুনি রঙের দেখা যায়। বহুবর্ষজীবি লতাজাতীয় উদ্ভিদ অপরাজিতা প্রায় ২০ ফুট লম্বা হয়। সারা বছরই ফুল ফোটে। প্রতিটি পাতায় দুই বা তিন জোড়া গোলাকার পাতা থাকে। অনেকটা বক ফুলের মতো দেখতে তবে ফুলে কোনো গন্ধ নেই।
ব্যবহারঃ মূল তিতা। দাস্ত পরিষ্কার করে। রেচক ও মূত্র পরিষ্কারক। জ্বর ও পেট ব্যথায় উপকারি।
বিস্তৃতিঃ সারাদেশের প্রতিটি জেলাতেই সহজলভ্য। আদিবাস মালাক্কা দ্বীপপুঞ্জ।
বিবিধঃ Clitoria গণে প্রায় ৫০ টি প্রজাতি রয়েছে।

সমনামঃ Clitoria albiflora Mattei, Clitoria bracteataPoir., Clitoria mearnsii De Wild., Clitoria tanganicensisMicheli, Clitoria zanzibarensis Vatke,Clitoria ternatea L. var. albahort.
বাংলা নামঃ নীল অপরাজিতা।
ইংরেজি নামঃ Butterfly Pea.
আদিবাসি নামঃ Aowmabeowabong (Rakhaing), Bay Song Kra (Murong), Amio (Marma)
নীল অপরাজিতা, ফটোঃ মমতাজ জাহান ছবি
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যঃ Plantae – Plants
উপরাজ্যঃ Tracheobionta – Vascular plants
অধিবিভাগঃ Spermatophyta – Seed plants
বিভাগঃ Magnoliophyta – Flowering plants
শ্রেণীঃ Magnoliopsida – Dicotyledons
উপশ্রেণিঃ Rosidae
বর্গঃ Fabales
পরিবারঃ Fabaceae – Pea family
গণঃ ClitoriaL. – pigeonwings
প্রজাতিঃ Clitoria ternatea L. – Asian pigeonwings