মোবাইল ফোনসেট নির্মাতা ভারতীয় কোম্পানি জেন ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে একটি মোবাইল হ্যান্ডসেট তৈরির কারখানা স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশে। ঢাকা-দিল্লি শিগগিরই এ সম্পর্কিত চুক্তি সম্পাদন করবে। এরপর এপ্রিলেই শুরু হয়ে যাবে উৎপাদন।

জেন-এর ব্যাবসা শাখার প্রধান ভিক্টর সোমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদসংস্থা আইএনএস গত ৮ জানুয়ারি এ খবর জানান।

শুরুতে কারখানাটিতে মাসে ১ লাখ পিস হ্যান্ডসেট তৈরি হবে। ২০১২ সালে মাসে উৎপাদন দাঁড়াবে ১০ লাখ পিস।
তবে কারখানাটি  কোথায় স্থাপিত হচ্ছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সংশ্লিষ্টদের ধারণা, টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার কারখানাতেই যৌথ উদ্যোগে মোবাইল  হ্যান্ডসেট উৎপাদন করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে এ কারখানায় মোবাইল সেট তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছিল সরকার।

ভিক্টর সোম বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবো। এেেত্র ১০ কোটি ভারতীয় মুদ্রা বিনিয়োগ করা হবে। নয়াদিল্লিতে বা ঢাকায় এ বিষয়ে শিগগিরই  চুক্তি সম্পাদন করা হবে।’

তবে এ উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ সরকারের প থেকে এখনো কিছু জানানো হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলিপ বড়–য়া রোববার চট্টগ্রাম থেকে টোলিফোনে বাংলানিউজকে বলেন, ‘আমি এ বিষয়ে এখনো জানি না। তবে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ড এ ব্যাপারে জানতে পারে।’

টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আর বিনিয়োগ বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বাংলানিউজকে  জানিয়েছে, তাদের কাছেও এ বিষয়ক কোনো খবর নেই।

তবে সব কিছু ঠিক থাকলে এ ধরনের প্রকল্প নিবন্ধনে সময় লাগে না বলেও দাবি করেছে বিনিয়োগ বোর্ডের ওই সূত্র ।

প্রসঙ্গত, বছর দেড়েক আগে ভারতে মোবাইল হ্যান্ডসেট বিক্রি শুরু করে জেন। বর্তমানে প্রতি মাসে তিন লাখ মোবাইল হ্যান্ডসেট বিক্রি করছে কোম্পানিটি। বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এ সংখ্যা ২০১২ সালের মধ্যে ১০ লাখে নিয়ে যেতে চায় তারা।

এরই মধ্যে নাইজেরিয়া ও শ্রীলংকার বাজারেও প্রবেশ করেছে কোম্পানিটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম