১০০ কোটি মার্কিন ডলারের ঋণ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছে নয়া দিল্লি। দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে শিগগিরই চুক্তি হচ্ছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে এ বিষয়ে চুক্তি করবে বলে জানিয়েছে দিল্লির সূত্র। 

জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এক্সিম ব্যাংকের মাধ্যমে ঢাকাকে এ ঋণ দেবে নয়া দিল্লি। সম্প্রতি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টি সি এ রঙ্গনাথন  কলকাতায় সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার কোন কোন প্রকল্পে এ অর্থ ব্যবহার করবে, সে বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন তারা। 

মনমোহন সিং তার ঘোষণায় বাংলাদেশকে দেওয়া ঋণ ব্যবহারে কয়েকটি খাতের কথা উল্লেখ করেছিলেন। এসব খাতের মধ্যে রয়েছে, রেলওয়ে অবকাঠামো, ব্রডগেজ রেলের স্বয়ংক্রিয় ইঞ্জিন এবং যাত্রীবাহী কোচ সংগ্রহ, সৈয়দপুরের ওয়ার্কশপের সংস্কার, বাস আমদানি এবং নদী খনন প্রকল্প। 

(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)