কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এক সভায় তাঁকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফখরুলের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা ও দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুর গতকাল বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান। এ ব্যাপারে মুঠোফোনে ফখরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাঁকে দল থেকে বহিষ্কার করতে পারে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বিষয়ে তিনি বলেন, তিনি চলমান মেয়র। আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যাঁরা চলমান মেয়র আছেন, দল তাঁদের সমর্থন জানাবে। তাঁর বেলায় এমনটা হয়নি। সমর্থন না দিয়ে দলই বরং তাঁর সঙ্গে শৃঙ্খলা ভঙ্গ করেছে।

-প্রথম আলো