মহাশূন্যে হোটেল বানানোর ঘোষনা দিলো রাশিয়া!! “দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন” নামের এই হোটেল চালু হবে ২০১৬ সাল নাগাদ!! নভোযান আকৃতির হোটেল তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ান কোম্পানি অরবিটাল টেকনোলজিস!! পরিকল্পনা অনুসারে চারটি কেবিন থাকবে এই হোটেলে এবং সাতজন পর্যটক থাকতে পারবেন!! হোটেলের জানালা থেকে ২১৭ মাইল ওপর থেকে পৃথিবীকে দেখার ব্যাবস্থা রয়েছে!! মহাশূন্যেই বানানো এ হোটেলে থাকার ব্যবস্থা হবে খুবই আরামদায়ক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেসব সুবিধা রয়েছে তার চেয়েও বেশি সুবিধা থাকবে ‘দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন’ নামের এ হোটেলটিতে!! ৩ লাখ পাউন্ডে এই হোটেলে করে মহাশূন্যে পাচদিন থাকার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে!! আর খাবার ব্যাবস্থা পৃথিবী থেকে নিয়ে যেতে হবে!! তবে এলকোহল ও নেশা জাতীয় দ্রব্য এই হোটেলে সম্পূর্নভাবে নিষেধ!!