আশপাশের গ্রামবাসীর কাছে তাহেরের ধানক্ষেতের নাম ‘বাজের ভুঁই’! কারণ পর পর তিন বছর ধরে তাঁর জমিতে বজ্রপাত হচ্ছে। পুড়ে যাচ্ছে এক বিঘা জমির ধান। তাই সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি। প্রতিবছর ভাদ্র মাসের শেষে যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামে তাহেরের ধানক্ষেতে বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন শুধু তাঁর ক্ষেতেই বজ্রপাত হচ্ছে, এ নিয়ে নানা রকম গুঞ্জন রয়েছে এলাকায়। তবে অদ্ভুত বিষয়টির বৈজ্ঞানিক কোনো সমাধান হয়নি। সরেজমিন যশোর শহর থেকে আট কিলোমিটার দূরে তাহেরের বাজ পড়া ভুঁই ঘুরে দেখা গেছে, বিশাল এই ধানক্ষেতের সব ধানই সবুজ। শুধু তাহেরের ধানক্ষেতই বাজে পুড়ে তামাটে হয়ে গেছে। তাঁর জমির পাশে কোনো বৈদ্যুতিক স্থাপনাও নেই। ফাঁকা মাঠের মধ্যখানে তাঁর এই ধানক্ষেত। ১০০ গজ দূরে রয়েছে একটি ইটভাটা। ক্ষেত থেকে ৬০ গজ দূরে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। প্রতিবছর বজ্রপাতের ঘটনায় এই ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। কিন্তু ট্রান্সফরমারের আশপাশের ধানক্ষেত অক্ষত থাকলেও পুড়ে যায় কেবল তাহেরের ধানক্ষেত। বজ্রপাত হয় সব সময় তাহেরের ধানক্ষেতেই।