নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গত পাঁচ দিনে মাদক ও জুয়ার আসর থেকে ১৮ জনকে আটক করেন। এর মধ্যে ১৩ জনকে জরিমানা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গত পাঁচ দিনে পৌরশহর ও উপজেলার পাইকুড়াবাজারের জুয়ার আসর থেকে নয়জনকে এবং উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের গাঁজার আসর থেকে আরও নয়জনকে আটক করেন। গাঁজা সেবনের দায়ে আদালত আলম খান, মতিউর রহমান, শিবু ফকির, আবু ছিদ্দিক, রমজান আলী, আবদুর রশিদ, ওয়াদুদ মিয়া, জালাল মিয়া ও নূরুল আমীনকে দুই হাজার টাকা করেন এবং জুয়া খেলার দায়ে মাহবুব রেজা, আবু ছাদেক, আবুল খায়ের, হেলিম মিয়াকে ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে ১৩ জন থানাহাজত থেকে ছাড়া পান।

তবে উপজেলার পাইকুড়াবাজারের জুয়ার আসর থেকে আটক হওয়া আতর আলী, সোহাগ মিয়া, মোস্তাক মিয়া, ইসলাম মিয়া ও জালাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হলে তাঁদের আদালতে পাঠানো হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

– প্রথম আলো