চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বাহাদুরাবাদ মেইল ট্রেনের সাতটি বগি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শতাধিক যাত্রী আহত হয়েছে। ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, এ ট্রেনে প্রায় চার হাজার যাত্রী ছিল। সাতটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঝাঁকুনিতে অনেকেই ছিটকে পড়ে আহত হয়। বেরিয়ে আসার জন্য তাড়াহুড়া করলে মানুষের ভিড়েও অনেকে আহত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, গ্রামবাসী আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছে।
গচিহাটার রেলস্টেশন মাস্টার আবদুল মতিন জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগিগুলোকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, গচিহাটা রেলস্টেশন এলাকায় গত এক বছরে এ নিয়ে ছয়বার ট্রেন লাইনচ্যুত হয়েছে।

– প্রথম আলো