সম্প্রতি নেদারল্যান্ডের গবেষকরা তারবিহীন এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার ব্যবহারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মোবাইল ফোনে ডেটা স্থানান্তরিত হবে। আর মোবাইল ফোনের মাধ্যমেই সে ডেটা সয়ংক্রিয়ভাবে ডাক্তারের কাছে পাঠানো যাবে। জানা গেছে, এই প্রযুক্তিটি ইলেকট্রোকার্ডিওগ্রাম সেন্সর সিস্টেম বা বডি এরিয়া নেটওয়ার্ক (বিএএন) নামে পরিচিত। এই প্রযুক্তি তৈরি করেছে ন্যানোইলেকট্রনিক রিসার্চ ইনস্টিটিউট আইএমইসি নামের এক ডাচ গবেষণা প্রতিষ্ঠান।

এই প্রযুক্তিতে, ব্যবহারকারী শরীরের সঙ্গে একটি ক্ষুদ্র যন্ত্র ঝুলিয়ে তাতে একটি ইন্টারনেট প্রটোকল (আইপি) অ্যাড্রেস জুড়ে দেয়া হবে। এটি নির্দিষ্ট মোবাইল ফোনের সঙ্গেই শারীরিক তথ্য বিনিময় করবে। এর মাধ্যমে ব্যবহারকারী তার হৃদস্পন্দনের ইসিজি নিজস্ব মোবাইল ফোনে ইচ্ছামতো দেখতে পারবেন।

গবেষকদের বরাতে জানা গেছে, এই পদ্ধতিতে হার্টের রোগীদের অবস্থা জরুরী প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমেই মনিটর করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমেই হার্টবিট-এর রেট বা শারীরিক ডেটা নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে যাবে। আর এর ফলে টেলিহেলথ খাতে ব্যাপক উন্নতির সম্ভাবনা আছে বলেই গবেষকরা জানিয়েছেন।