পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বিশেষ কারাগারে বন্দী ১৯ বাংলাদেশির মধ্যে আটজন অনশন ভঙ্গ করেছেন। বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অনশন ভঙ্গ করেন। তবে বাকি ১১ বন্দী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
শিলিগুড়ির কারাধ্যক্ষ মধুসূদন সরদার প্রথম আলোকে জানান, গত রোববার থেকে ১৯ বন্দী আমরণ অনশন শুরু করলেও আমরা গতকাল আটজনের অনশন ভাঙাতে সক্ষম হয়েছি।
প্রসঙ্গত, চার মাস থেকে দুই বছর আগে তাঁদের শাস্তির মেয়াদ শেষ হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক জটিলতার কারণে তাঁরা মুক্তি পেয়ে দেশে ফিরতে পারছেন না।