মহাজাগতিক প্রাণী বা এলিয়েনরা এসে দখল করে নেবে পৃথিবী, লুটে নিয়ে যাবে সম্পদ, মানুষকে করে রাখবে দাস এমন সব ভীতিকর ভবিষ্যৎবাণী করার পরপরই টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ সম্পর্কে আরেক বাণী দিয়ে আলোচনার ঝড় তুলেছেন বর্তমান সময়ের অন্যতম শীর্ষস্থানীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের গবেষক স্টিফেন হকিং। খবর সি-নেট-এর ।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডিসকভারি চ্যানেলে নতুন একটি ডকুমেন্টারি সিরিজে তিনি ‘সময় পরিভ্রমণ সম্ভব’ বলেই মন্তব্য করেছেন। জানা গেছে, তিনি এখন বিবেচনা করছেন কী ভাবে সত্যিকার অর্থেই মহাশূন্য জয় করতে পারবে মানুষ, অথবা কী ঘটলে এলিয়েনরা পৃথিবীতে এসে আমাদের ফাস্টফুডের মতো খেয়ে ফেলবে!হকিং এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈজ্ঞানিক সকল বাধা অবজ্ঞা করেই মহাকাশে সময় পরিভ্রমণে একদিন ছুটে চলবে সময়যান। আর এ মহাকাশযান এতো দ্রুত গতিতে ছুটে যাবে যে, আমরা জানতেও পারবো না কোথায় আমরা এলাম আর কোথায় আমরা গিয়েছিলাম। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি হয়ে যাবে একেবারেই সেকেলে যার কোনো মূল্যই থাকবে না। ‘অনেকটা আমাদের বাড়িতে থাকা ল্যান্ড ফোনটির মতো’ এমনই মন্তব্য করেছেন তিনি।তিনি আরো জানিয়েছেন, সময় পরিভ্রমণ একমুখী। সময় পরিভ্রমণে কেবল সামনের দিকে বা ভবিষ্যতে পৌঁছানো যাবে।সম্প্রতি হকিং এলিয়েনদের ‘ঘাটানো ঠিক হবে না’ এমন মন্তব্য করেছিলেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তিনি তার সাম্প্রতিক ধারণায় ভবিষ্যতের সময় পরিভ্রমণ বিষয়টিকেও সম্ভব বলে রায় দিলেন।