Facebook

ফেসবুকে ব্যবহূত এশিয়ার ভাষাগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার ভাষা। বিশ্বের মধ্যে এ ভাষাটি পঞ্চম জনপ্রিয় ভাষা। ফেসবুকে ভাষা ব্যবহারের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনসাইড নেটওয়ার্ক এ গবেষণা চালায়। এতে দেখা যায়, ইন্দোনেশিয়ার ভাষা বাহাসা ভাষাভাষির দুই কোটিও বেশি লোক এখন ফেসবুকের গ্রাহক। তবে সবচেয়ে বেশি যে ভাষায় ফেসবুকের গ্রাহক পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন, তা হচ্ছে ইংরেজি। এরপর রয়েছে স্প্যানিশ, ফরাসি ও তুর্কি।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, দিন দিন ফেসবুকের গ্রাহকসংখ্যা বাড়ছে। ইন্দোনেশিয়াও এতে যুক্ত হচ্ছে। তারা নিজের ভাষায় পরস্পরের সঙ্গে যোগাযোগ করে। তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের গ্রাহকেরা ফেসবুকে নিজের ভাষা ব্যবহার বলতে গেলে করে না। গবেষণায় দেখা গেছে, ফেসবুকের গ্রাহকসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মুসলিম-অধ্যুষিত রাষ্ট্র ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা ২৩ কোটি ৪০ লাখ। এর মধ্যে অল্পসংখ্যক লোক ইন্টারনেটে প্রবেশ করতে পারে। তাদের আবার সবাই ফেসবুকের ব্যবহারকারী নয়। তারপরও ভাষা ব্যবহারের দিক দিয়ে শীর্ষে থাকাটা ইন্দোনেশিয়ার জন্য একটি গর্বের বিষয়।