পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮৩ জনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে লাশ দাফন করা শুরু হয়।পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮৩ জনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে লাশ দাফন করা শুরু হয়।

নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাত ৮ টা পর্যন্ত ৮৩ টি লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বাকী লাশ অন্যান্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর একের পর এক লাশ আসতে শুরু করে আজিমপুর কবরস্থানে।

নাজিমউদ্দিন সড়ক দিয়ে ট্রাকে করে স্বজনরা নিয়ে আসে এসব লাশ। তাদের সঙ্গে যোগ দেয় হাজার হাজার সাধারণ মানুষ।

বিকেলে বৃষ্টির কারণে লাশ দাফনকাজে বিলম্ব হয়। এ সময় লাশগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়।

একের পর এক মৃতদেহ আসতে থাকায় কবরস্থানে দাফনের ক্ষেত্রে লাইনের সৃষ্টি হয়।

কবরস্থানের কর্মী আজিমুদ্দিন জানান, ৩০ জন গোরখোদক সকাল ছয়টা থেকে একের পর এক কবর খুড়েছেন। কবরস্থানে পূর্ব দিকে (নিউমার্কেটের দিকে) সারি করে এসব কবর খোড়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর এই কবরস্থানে একসাথে এত কবর আর খোড়া হয়নি।

দমকল বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্ল�াহ জানিয়েছেন, দমকল বিভাগ ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ৬জনের মৃতদেহ শুক্রবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ঘটনাস্থলের আশপাশে পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ বার্ন এন্ড প�াস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন জানান, বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

তবে ঢাকা জেলা প্রশাসক মো. মুহিবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, তাদের হিসাবে মৃতের সংখ্যা ১১৭ জন। বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে এ হিসাব পাওয়া গেছে বলে তিনি জানান।

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

নিহতদের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শুক্রবার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আহতদের দেখতে এসে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদ শুক্রবার সকালে হাসপাতালে আহতদের দেখতে যান।

ঢাকা মেডিকেল কলেজ বার্ন এন্ড প্ল�াস্টিক সার্জারি ইউনিটে বর্তমানে ২৮জন চিকিৎসাধীন রয়েছেন। সকালে এখান থেকে ১৩জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সারাদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ট হাসপাতাল মর্গে ছিল শোকাতুর পরিবেশ। অনেক আত্মীয় এখান থেকে মৃতদেহ বুঝে নিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যান।

গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার বিস্ফোরণে ওই আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন।

তারা জানান, আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী বলেছে, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ঘটনাস্থলে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। আশপাশের কাগজের দোকান, জুতা ও প��াস্টিক সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাড়িটির নিচতলায় রাসায়নিক পদার্থের কয়েকটি দোকান থেকে আগুন ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩/১ এর পাঁচতলা ভবনটি।