দলে দলে, ঝাঁকে ঝাঁকে স্টারলিং উঠে যায় আকাশে। অনেক উঁচুতে। লাখ লাখ পাখি উড়তে উড়তে নাচতে থাকে।  মধ্য ইউরোপের স্টারলিং পাখিগুলো মূলত শীতের সময়ে আসে শীতের সুবিধা এবং খাদ্যের খোঁজে। তারা ডিসেম্বরের শুরুতে আসে এবং মার্চের দিকে চলে যায়। পাইন গাছে তারা তাদের অস্থায়ী ডরমেটরী তৈরি করে রাত্রি যাপন করে একত্রে।

এই দূর্লভ দৃশ্যগুলো চিত্রায়িত হয়েছে ২০১২ এবং ২০১৩ এর দিকে Avignon এর কাছাকাছি কোনো স্থান থেকে। স্টারলিং পাখির এমন একত্রিত উড়াল খুব কমই চোখে পড়ে এবং ক্যামেরায় এতো সুন্দর ভাবে চিত্রায়িত হয়।