বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির প্রজাপতি মনে করা হয় আটলাসকে। এই জাতের প্রজাপতি আকারে ৩০ সেমি পর্যন্ত হয়। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় এই আটলাস প্রজাপতির বংশবৃদ্ধির কাজ চলছে। চলতি সপ্তাহে সেখানকার মথ থেকে প্রথম প্রজাপতিটি ডানা মেলেছে। তবে মন খারাপ করার মতো বিষয় হল-অনিন্দ্যসুন্দর এই প্রজাপতির আয়ু মাত্র এক সপ্তাহ। আটলাস খুঁজে পাওয়া যায় মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এর মাথার দিকটা অনেকটা সাপের মুখের মতো। তবে এর পাখাজুড়ে থাকে হরেক রংয়ের মেলা। এ প্রজাতির প্রজাপতির মধ্যে নারীদের পাখা ও দৈহিক আকার পুরুষের তুলনায় কিছুটা বড় হয়। এরা ডিম পাড়ে মাটির নিচের ঠাণ্ডা আবহাওয়ায়। ডিমের ওপর জড়িয়ে থাকে সাদা আবরণ। সংক্ষিপ্ত জীবনকাল হওয়ায় এরা দ্রুত বাড়ে ও বংশবিস্তার করে। এদের প্রধান খাবার জ্যামাইকান চেরি ফল ও কমলা জাতীয় বিভিন্ন ধরনের ফল।  তাই এ জাতের গাছের বাগানে আটলাস প্রজাপতির দেখা পাওয়া যায় বেশি। সুত্রঃ ডেইলি মেইল ও সকালের খবর