বাংলাদেশে বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক চালুর দাবিতে আজ রোববার মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে তাঁরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন শেষে সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে। সরকারের এ ধরনের উদ্যোগকে মেনে নেবে না ছাত্ররা। তাঁরা অভিযোগ করেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। ইসলামি দলগুলোর দাবির মুখে সরকারের এ ধরনের পদক্ষেপ সাম্প্রদায়িক শক্তিকেই উসকে দেবে বলে তাঁরা মন্তব্য করেন। সরকার অবিলম্বে ফেসবুক চালু না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।