সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন, পোষা কুকুর তার মালিককেই অনুসরণ করে। মালিক যেভাবে চলাফেরা করে তার পোষা কুকুরটির আচরণেও নাকি দেখা যায় একই রকম ভাব-ভঙ্গী। খবর বিবিসি অনলাইনের।

গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মালিকদের আচরণ পর্যবেক্ষণ করে কুকুর নাকি সহজেই সেসব আচার আচরণ শিখে নিতে পারে। আর মালিকের অনুকরণেই কুকুরটি তার আচরণ করে থাকে। গবেষকরা জানিয়েছেন, এ বিষয়টি সামাজিক শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

এদিকে গবেষক ড. ফ্রেডরিক রেঞ্চ জানিয়েছেন, কুকুরের সঙ্গে মালিকের সময় কাটানো বা খেলার সময়ই এই আচরণগুলো শিখে নেয় পোষা কুকুরটি। তিনি জানিয়েছেন, ‘অবশ্য কুকুরটিকে প্রশিক্ষণ দিলে সে তা আরো ভালোভাবেই রপ্ত করতে পারে।’

গবেষকদের বরাতে জানা গেছে, কুকুর তার মালিকের হাত নাড়া, মুখভঙ্গি ভালোভাবে খেয়াল করে এবং তা অনুকরণ করার চেষ্টা করে।

দেহাকৃতিতে ভিন্নতা সত্তে¡ও কুকুর তার মালিককে অনুকরণ করলে সেটি বেশ স্পষ্টই বোঝা যায় বলেই গবেষকরা জানিয়েছেন।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম