নিউজিল্যান্ডে ১৫ বছরের এক কিশোর ১৬ তলা ভবন থেকে পাকা মেঝের উপর পড়েও বিস্ময়করভাবে বেঁচে গেছে। তবে এ দুর্ঘটনায় সে সামান্য আহত হয়েছে।
নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম সোমবার এ খবর প্রচার করেছে।
কিশোরটি তার পরিবারের ১৬ তলা অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে নিচে পড়ে যায়।
নিউজিল্যান্ডের একটি পত্রিকা জানিয়েছে, পাঁচ তলার বেশি ওপর থেকে পড়ে গেলে সাধারণত মানুষ বাঁচে না। কিন্তু ১৬ তলা থেকে পড়েও কিশোরটি বেঁচে যাওয়ায় বিস্মিত হয়েছেন চিকিৎসকরা।
‘দ্য নিউজিল্যান্ড হেরাল্ড’ পত্রিকা জানিয়েছে, অকল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতের কবজি, পাঁজর ও পায়ের হাড় ভাঙ্গা এবং শরীরের ভিতরে কিছু আঘাত নিয়েও কিশোরটি স্বাভাবিকভাবে তার পড়ার ঘটনা বর্ণনা করে।
দুর্ঘটনার সময় ঐ ভবনে কাজ করছিলেন কা উয়েহি নামের এক গৃহিণী।
তিনি সাংবাদিকদের বলেন, “ঈশ্বর অবশ্যই তার সঙ্গে ছিলেন।”