বাংলাদেশ একটি ছোট দেশ । কিন্তু এ দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ছাড়িয়ে গেছে। দিন দিন হুড় হুড় করে বাড়ছে বেকারের সংখ্যা। তাই অনেকের ধারণা জন সংখ্যা বাংলাদেশের জন্য বিরাট একটি হুমকি। কিন্তু আমি ব্যত্তিগত ভাবে একথা বিশ্বাস করি না। কেননা আমাদের খুব কাছের রাষ্ট্র হচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ সেটি। কিন্তু জনসংখ্যা কে তারা বোঝা হিসেবে না নিয়ে সম্পদ হিসেবে গ্রহণ করেছে। ফলে তারা দিন দিন সফলতার উচ্ছ শিখরে আরোহন করছে। শুধু তাই নয় বিশ্ব অর্থনীতিবিদদের ধারণা ২০২০ সালের মধ্যে চীন হবে বিশ্বের সবচেয়ে উন্নত রাস্ট্র।
ঠিক একই ভাবে আমিও মনে করি যদি আমাদের জনসংখ্যাকে আমরা সুন্দর ভাবে দ করে গড়ে তুলতে পারি তাহলে তা আমদের জন্য বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। অতএব আমাদের দেশের শাসক শ্রেণির উচিৎ আমাদের এ বিপুল জনসংখ্যাকে বোঝা হিসেবে না নিয়ে সম্পদ মনে করে তাদেরকে দ করে গড়ে তোলার ব্যবস্থা সুসম্পন্ন করা। তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবসথা করা। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো একদিন।